কলারোয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি মাঠের মাটি কেটে ডাম্পার ট্রাক্টরযোগে ইট ভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এতে ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধির মাধ্যমে অভিযোগ করলে পুলিশ গিয়ে মাটি বহনের কাজ বন্ধ করে দেয়। তবে রাতের আঁধারে আবারো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাঁসপুর গ্রামে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ৪নং লাঙলঝাড়া ইউনিয়নের খাঁসপুর গ্রামের খামখুলা বিলের ফসলি মাঠের মাটি কেটে অবৈধভাবে ডাম্পার ট্রাক্টরযোগে পার্শ্ববর্তী একটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ফসলি মাঠের জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা সরকারিভাবে সম্পূর্ণ অবৈধ। রাতের আঁধারে ডাম্পার ট্রাক্টারে পাকা রাস্তা দিয়ে ওই মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এতে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি রাস্তায় চলাচলকারী পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। তাছাড়া রাস্তায় মাটি পড়ে দুর্ঘটনার শংকা তৈরি হয়েছে।
ওই ঘটনায় স্থানীয় জনগণ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালামকে জানালে তিনি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ ডাম্পার ট্রাক্টরে মাটি বহন বন্ধ করে দেয়।
ডাম্পার ট্রাক্টরের একজন ড্রাইভার জানান, জনৈক সবুজ এই মাটি কেটে ভাটায় বিক্রি করছেন। আর কয়েকজন ব্যক্তি মাটি কাটার কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন।
স্থানীয় মানুষেরা রাতের আঁধারেসহ যে কোন সময় অবৈধভাবে ফসলি মাঠ থেকে মাটি কেটে ডাম্পার ট্রাক্টারে বহন স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন।
[video width="478" height="850" mp4="https://kalaroanews.com/wp-content/uploads/2024/06/VID-20240615-WA0008.mp4"][/video]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]