কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩'র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।
রবিবার(২১ মে) বিকাল ৪ টায় কলারোয়া খাদ্যগুদামে থান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতান নীলা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভীন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুস আলী, আ'লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, মিল মালিক সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সাধারন সম্পাদক মোহাম্মদ রফিক, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, ব্যবসায়ী সাইদুর রহমান, আবুল কাশেম, সাহেব আলী সহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকবৃন্দ।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মমতাজ পারভীন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৯৮৫ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ১১৫৩ মেট্রিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]