কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংঘের উদ্যোগে গ্ৰামে এক অসহায় দোকানীকে বিভিন্ন মুদিপণ্য তুলে দিলেন।
রোববার সন্ধ্যায় গদখালী গ্রামের সীমান্ত স্টোরে গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ওই মুদি মালামাল উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-মালয়েশিয়া প্রবাসী জি.এম. আব্দুস সালাম, জি.এম. মিজানুর রহমান, কামরুজ্জামান রিপন, সংগঠনের ক্যাশিয়ার সোহাগ হোসেন, তাহিফিমুল ইসলাম, রেজওয়ানুল ইসলাম রাব্বি আলীফ হোসেন ও প্রবাস থেকে সংগঠনের সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।
এদিকে দোকানের মালিক মুদিপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]