কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টাকালে জনতার হাতে আটক হয়েছে ৬ জন।
তাদেরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
এ সময় দুই অপহরণকারী পালিয়ে যায়।
সোমবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অপহরণের কবল থেকে মুক্ত হওয়া সাঈদ আহম্মেদ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
আটককৃতরা হলো: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহফুজ হোসেন, মুজিবর রহমানের ছেলে নয়ন হোসেন, হাবিবুর রহমানের ছেলে আবদুর রহমান, কুষ্টিয়ার রাধানগরের রশীদুল ইসলামের ছেলে জীবন হোসেন, আনিছুর রহমানের ছেলে অনীক ও ইমরুজ্জামান।
পালিয়ে যাওয়া দুজনের নাম জানা যায়নি।
এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]