কলারোয়ায় আদালতের আদেশ
অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে অবৈধ ভাবে গভীর নলকূপের রোরিং করার অভিযোগ
উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত স্কীম ম্যানেজার ও সাবেক
চেয়ারম্যান ওজিয়ার রহমান সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে তিনি জানান-উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনালী-তরুলিয়া মাঠে
দীর্ঘ দিন যাবত ২টি এলএলপি সেচ মটর আছে। তিনি সরকারি বিআরডিসি কর্তৃক
পরিচালিত ও ভাড়া ভিক্তিক স্ক্রীম ম্যানেজার হিসাবে সেচ কার্যক্রম
পরিচালনা করে আসছেন। উক্ত মাঠে ১০হাজার ফুট পাইপ লাইন, ঘর নির্মান,
বিদ্যুৎ লাইন দিয়ে ৩০ লাখ টাকার বিনিয়োগ করেছেন। তিনি ওই মাঠে ১৩০ বিঘা
জমিতে সেচ দিয়ে আসছেন। কিন্তু ওই এলাকার ফললে, রুস্তম, বজলে, ইমান আলী,
বারী, মুনসুর সরদার, কুদ্দুস, রফি সরদার অবৈধ ভাবে বিএডিসির নিষেধ অমান্য
করে এবং ফৌজদারী কার্য বিধির ১৪৪ ধারা ও আদালতে মামলা চলাকালে তারা
জোরপূর্বক একই স্থানে গভীর নলকূপের রোরিং স্থাপন করার পায়তারা করে আসছে।
তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের
হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]