নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় আদালতে মামলা চলাকালে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে এক হামলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে কলারোয়া সরকারী হাসাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে- শনিবার (২৩ মার্চ) সাড়ে ১০টার দিকে কলারোয়ার গদখালী গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে-আব্দুর রহমান গাজী, সিরাজুল ইসলাম, সাহেব আলী ও সাইফুদ্দিন এর সাথে ৩শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে আদালতে পৃথক ভাবে দেওয়ানী-২৯/২৪ ও পিটিশন নং-২২১৬/২৩, ফৌ:কা:বি: ১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে। এর মধ্যে শনিবার (২৩মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিরোধপূর্ণ জমির প্রাচীর ভেঙ্গে পিলার দিয়ে টিন ঘর নির্মাণ করার চেষ্টা করে সাইফুদ্দিনগং।
এই খবর জানতে পেরে মোশারফ গাজীর স্ত্রী ফারজানা খাতুন (৩৫) ঘটনা স্থানে এসে ঘর নির্মাণে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে হামলা সংষর্ষে জড়িয়ে পড়ে। এই হামলায় উভয় পক্ষের মধ্যে-ফারজানা খাতুন (৩৫), সাইদ বাবু, নাহিদ বাবু, টুটুল, সাইফুদ্দিন (৬৩), জাহানারা খাতুন (৪৮), সিরাজুল ইসলাম (৫৫), মাসুদা খাতুন (৪৫), মাজেদা খাতুন (৬০) আহত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]