নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় আদালতে মামলা চলাকালে এক নিরহ কৃষকের সাড়ে ৪ বিঘা জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-রোববার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার সিংলাল গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক মৃত আয়নুল ইসলাম দফাদারের ছেলে সাজমুল ইসলাম জানান-তার পিতার পৈত্রিক জমি একই গ্রামের মিলন হোসেন, মোস্তাফিজুর রহমান, শিমুল হোসেন, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিরুল
ইসলাম, আহম্মাদ আলী, আজমল হোসেন, আফজাল হোসেন, মিন্টু দফাদার, আসিফ হোসেন গন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সাড়ে ৪ বিঘা জমি দখল করে নেয়।
তিনি আরো বলেন-মৃত আয়নুল দফাদারের প্রথম স্ত্রীর নিকট হতে মিলন হোসেন গং ১৮৮ দাগের মধ্যে ৩বিঘা জমি ক্রয় করেন। অথচ ১০দাগে জোরপূর্বক সাড়ে ৪ বিঘা জমি তারা দখল করে নিয়েছে।
রোববার (২৮ জানুয়ারী) সকালে তারা লাঠিসোটা নিয়ে দলবদ্ধ হয়ে ওই জমিতে ধান চাষ করে। এ বিষয় নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৩জানুয়ারী-২৪ তারিখে ১৪৫ধারা মতে একটি মামলা
(পিটিশন নং-১৪০/২৪ কলা) চলমান রয়েছে।
আদালত কলারোয়া থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তার পরেও সেই জমি দখল করে ধান রোপন করেছে প্রতিপক্ষরা। অভিযুক্ত মিলন হোসেনে গং এর ফোন নম্বর না থাকায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে নিরহ কৃষক সাজমুল হোসেন
ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]