কলারোয়ায় উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে জুলাই বিপ্লব ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে আহত ও শহীদদের স্মরণে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে কাজিরহাট হাইস্কুল ফুটবল মাঠে জুলাই আহত ও শহীদদের স্মরণে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পূর্ব মুহূর্তে কলারোয়া উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, ইউনিয়ন আমীর মো. হযরত আলী, সেক্রেটারি মাওলানা ইমামুল ইসলাম, ৮নং কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]