কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২২' পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৮ ডিসেম্বর) বিকালে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"থাকবো ভাল,রাখবো ভাল দেশ বৈধপথে প্রাবসী আয় - গড়ব বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি, বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে প্রবাসীদের কল্যাণ সাধন ও রেমিটেন্স বৃদ্ধিতে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় উপজেলাবাসী উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, মাহাফুজুর রহমান, হারুন অর রশিদ, আইসিটি'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, ইউএনও অফিস স্টাফ বেনজির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সূধি ও প্রবাসী পরিবারের সদস্যগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]