দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ্ব পর্যটন দিবস উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিবসটি উৎযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও এবার ভ্রমণ হোক পরিবেশ - বান্ধব" এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহাবৃবর রহমান মফে, স,ম মোরশেদ আলী, এসএম আফজাল হোসেন হাবিল, ডালিম হোসেন, উপজেলা সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সমাজ সেবক জয়দেব সাহা, অফিস স্টাফ বেনজির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি ইউনেস্কোর স্বীকৃতির পাওয়ার পরে ২০১৫ সালে নভেম্বর মাসে উদ্বোধন করার পর থেকে ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর দিবসের প্রথম সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপনের কথা থাকলেও এ বছর ওই দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় "ইন্টারনেটের তথ্য পেলে জনগণের শান্তি মেলে'' এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি ২৭ সেপ্টেম্বর বুধবার দিবসটি উৎযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]