দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২৩' পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে শুক্রবার( ৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'পরিবর্তন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন পরিষদ(উপ) সহযোগীতায় কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ স্থান পরিদক্ষণ করে আলোচনা সভায় সমাবেত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান, কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, হাবিবুর রহমান, সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম সহ অনুষ্ঠানের সহযোগী সংস্থা উন্নয়ন পরিষদের কর্মকর্তাগণ, সূধি, সাংবাদিক ও কোমলপ্রাণ ছাত্র- ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, সাক্ষরতা বিস্তারে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উৎযাপিত হয়েছে বলে জানা যায়। দিবসটি থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসাবে ঘোষনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]