কলারোয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড'র সৌজন্যে আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিনিয়োগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের এডিশনাল ডিরেক্টর অমর কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, খুলনা জোন সোশ্যাল ইসলামি ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দিন।
উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক আবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আমচাষীবৃন্দ।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন- আমারা কলারোয়া উপজেলা আম চাষিদেরকে ৪% সুদে আড়াই লক্ষ টাকা করে লোন দেওয়ার আবেদন করেছিলাম কৃষিমেলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কোন ব্যাংক কৃষকদের স্বল্পসুদে লোন দিতে এগিয়ে আসেনি একমাত্র সোশ্যাল ইসলামি ব্যাংক ব্যতিত।
তিনি আরো বলেন - লোন না পেয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ করেছি।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস বলেন- বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম বিখ্যাত। তাই এর সুনাম আমাদের ধরে রাখতে হবে। যদিও আমাদের সাতক্ষীরার চিংড়ির বাজার আমরা প্রায় শেষ করে ফেলেছি।
আমের ক্ষেত্রে যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে চাষী এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন -আমি সোশ্যাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো এই স্বল্পসুদের ঋনের পরিমান যেন আরো একটু বাড়ানো হয়, আর গ্রাহকদের বলবো আপনারা সময় মতো ঋণ পরিশোধ করে দিবেন যাতে আগামী দিনে লোন পাওয়া সহজ হয়।
আজ সোশ্যাল ইসলামি ব্যাংক আমচাষীদের মধ্যে স্বল্পসুদে ( ৪%)বিনিয়োগ বিতরণ করছে।
অনুষ্ঠানে ৫০ জন আমচাষীদের মাঝে বাগানের ক্যাটাগরী ও পর্বের ঋন পরিশোধের রেকর্ড হিসাবে ১লক্ষ হতে ২ লক্ষ টাকা বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]