কলারোয়ায় বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের সরকারি নির্দেশনার পরিবর্তন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার পরিবর্তন করে ৫ মে সংশোধিত তারিখ প্রকাশ করা হয়।
শুক্রবার( ৫ মে) উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান, বর্তমান আবহাওয়া, বায়ুচাপ ও তাপমাত্রার পর্যালোচনা করে জেলা প্রশাসনের নির্দেশনায় অতীতে প্রকাশ করা আম সংগ্রহ/ বাজারজাতকরণের ক্যালেন্ডারে তারিখ পরিবর্তন( সংশোধন) করা হয়েছে।
প্রকাশিত সংশোধিত ক্যালেন্ডারে ৫ মে হতে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম, ১০ মে হতে হিমসাগর, ১৮ মে হতে ল্যাংড়া ও ২৮ মে-২৩' হতে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সংশোধিত তারিখ অনুয়ায়ী সকল আম ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদেরকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]