প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
কলারোয়ায় আ’লীগের আয়োজনে দেশনেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত
কলারোয়ায় আওয়ামীলীগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা আ'লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ'লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, এ্যাড: শেখ কামাল রেজা, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ খান, পৌর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আকুমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, আ'লীগ নেতা মান্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম, যুবলীগ নেতা আতিক মাহমুদ, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাহেব আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য দলীয় নেতা- কর্মীবৃন্দ।
সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে একে অপরের প্রতি মিষ্টি মুখ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.