কামরুল হাসান: কলারোয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বিদ্যালয় চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের সূচনা করেন। এসময় ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের হাতে বেশকিছু হিমসাগর, আম্রপালি, জাম, পেয়ারা ও মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল-ফারুক, অফিসার ক্যাশ মো.বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, মশিউর রহমান, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহায়ক ফারুক হোসেন, আজমল, হেনরি মন্ডল প্রমুখ। শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, জালালাবাদ দাখিল মাদরাসা এবং সিংহলাল মাদরাসায় অনুরূপভাবে গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]