কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাসের মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়ালি দক্ষিণপাড়া, উত্তরপাড়া, মাঠপাড়া ও বুঝতলা জামে মসজিদে জুম্মার নামাজের পর প্রয়াত আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গত ১৭ জানুয়ারি রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। দুই মেয়ে সানজিদা সুলতানা ও ফারজানা সুলতানা শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন। মরহুম আশরাফ আলী বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ এবং দুই মেয়ে সানজিদা সুলতানা ও ফারজানা সুলতানা তাদের পিতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]