মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কলারোয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে শুভ উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হযেছে৷
আশ্রায়ণের অধিকার ' শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রোখে, মঙ্গলবার( ২১ মার্চ) বেলা ১ টায় ইউএনও কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১ম, ২য়, ৩য় পর্যায়ে ইতিমধ্যে ২২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।
উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ১৫৫টি পরিবারকে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে ।
জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ভোধন করবেন বলে জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, উপকারভোগী সদস্যবৃন্দ সহ সকল শ্রেনীর পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে জানা যায়।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]