কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তাকে সম্মাননা জ্ঞাপন করলো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামকে প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা ও উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ স্থান অধিকার করায় সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে একই অনুষ্ঠানে গরিবের ডাক্তার খ্যাত কলারোয়ার ঘরের ছেলে সদ্য যোগদানকারী টিএইচও ডাক্তার শফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে সবখানে।
বিশেষ অতিথি ডা. শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাতের মান উন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর আবু মুসা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ, সাংবাদিক সানবিম সিয়াম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]