কলারোয় (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইট ভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তি ইজিবাইক চালক হাসান আলী (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে হাসান আলী নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (১১ জুলাই) সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার লাশ পাওয়া গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইক চালক হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।
ওসি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]