দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা "নাগরিক উদ্যোগ'র আয়োজনে উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়া জনগোষ্টির অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি এ্যাড: শেখ কামাল রেজার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আইসিটি'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ইশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, নাগরিক উদ্যোগ'র প্রতিনিধি শিলা দাস সহ সূধি ও সাংবাদিকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ'র ভলান্টিয়ার দুলাল দাস। বক্তারা, সমাজে পিছিয়ে পড়া ও অধিকার বঞ্চিত বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে করণীয় দিকগুলি তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]