কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পথভ্রষ্ট সাদপন্থিদের বর্বরোচিত হামলায় টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথীগণ নিহত ও আহত হওয়ার প্রতিবাদে রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ওলামা পরিষদ, কলারোয়া শাখার আয়োজনে উপজেলা প্রেস ক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত মুসল্লিরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সাদিয়ানীর আস্তানা, এই বাংলায় চলবে না’, ‘কাদিয়ানী গেছে যেই পথে, সাদিয়ানী যাবে সেই পথে’, ‘খুনি কখনো দ্বীনের দ্বায়ী হতে পারে না’, ‘যে হাত অস্ত্র ধরে, সে হাত ভেঙে দাও’, ‘ঠাঁই নাইরে ঠাঁই নাই, এতায়াতিদের ঠাঁই নাই’, ‘সাদপন্থিদের হটাও, দ্বীন বাঁচাও’, ‘তাবলীগের নামে সাদিয়ানী ফেতনা বন্ধ কর, করতে হবে’, এই স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থিদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আমাদের আরও শতাধিক সাথী। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই সাদপন্থিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এটা আর হতে দেওয়া হবে না। যারা ইসলামের কটূক্তি করে তারা আওয়ামী লীগের দালাল। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, মুফতি ইমরান হোসেন, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল রকিব, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা খাইরুল ইসলাম, ক্বারী ইসলাম হোসেন প্রমুখ। সর্বশেষে মুফতি হাফিজুর রহমানের পরিচালনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]