দীপক শেঠ, কলারোয়া: যশোর বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার-২৩' প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে কলারোয়া সরকারি কলেজ শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ।
জানা গেছে, রবিবার(২৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে উপজেলার ৮ টি কলেজের মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে। এর মধ্যে এ + প্রাপ্তরা হলেন বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ৯০ জনের মধ্যে-২৫ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩১ জনের মধ্যে-৫ জন ও মানবিক বিভাগে উর্তীর্ণ ২৮৫ জনের মধ্যে-১৯ জন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ২৮ জন পরীক্ষার্থী এ + অর্জন করে ২য় স্থান লাভ করে।
এ প্লাস প্রাপ্তদেরর মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ২৭ জনের মধ্যে ১৪ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩ জনের মধ্যে ২ জন ও মানবিক বিভাগে উত্তীর্ণ ৮৪ জনের মধ্যে ১২ পরীক্ষার্থী। বেগম খালেদা জিয়া কলেজে বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত ২ জন ও মানবিক বিভাগে ৬ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে মানবিক বিভাগে ৩ জন। সোনার বাংলা কলেজে এ + প্রাপ্ত ব্যবসায় শিক্ষায় ২ জন। হাজী নাসির উদ্দীন কলেজে এ প্লাস পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩ জন ও মানবিক বিভাগে -১ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে এ+ প্লাস প্রাপ্ত হলেন মানবিক বিভাগে ৩ জন ও কাজীরহাট কলেজে মানবিক বিভাগে ২ পরীক্ষার্থী এ প্লাস অর্জন করেছেন। তবে বঙ্গবন্ধু মহিলা কলেজের কোন পরীক্ষার্থী এ + অর্জন করেনি বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]