কলারোয়ায় একিভুতকরণের কৌশল, শিখন-শেখানো ও মুল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ইউএসআইডি(USAID)'র আর্থিক সহায়তায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার( ৯ জুলাই) উপজেলার রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি, বর্তমানের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য শুধু জ্ঞান অর্জন যথেষ্ট নয়।
এ জন্য অর্জিত জ্ঞানকে পরিবেশ অনুযায়ী অভিযােজনের জন্য প্রয়ােগ করার দক্ষতা, মূল্যবােধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করাও জরুরি বলে গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইন্সট্রাকটর নুর ইসলাম মৃধার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ইন্সট্রাক্টর রবিউল ইসলাম ও আশাশুনি উপজেলা ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডলসহ প্রশিক্ষনার্থীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]