কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাসুম বিল্লাহ নামে এক জন্ম থেকে বোবা প্রতিবন্ধী পানিতে ডুবে মারা গেছে। রবিবার সকালে বাড়ির সামনের একটি পুকুর থেকে তার ডুবন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা শিবানন্দকাটি গ্রামের মুজিবর রহমানের জন্ম প্রতিবন্ধী বোবা মাসুম বিল্লাহ (১১) প্রত্যেকদিন সকাল থেকে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করে। গত শনিবার থেকে তাকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে রোববার বেলা ১১ টার দিকে ওই পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোক দেখতে পায় তার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি জন্ম থেকে বোবা প্রতিবন্ধী। এছাড়া তার মৃগী রোগও আছে। খেলার ফাঁকে কোন এক সময় সে মিরগি রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]