কলারোয়ার গয়ড়া বাজারে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) গয়ড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স সাদিয়া স্টোরে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই রনজিৎ বিশ্বাস, কলারোয়া উপজেলা স্যানিটিশন ইন্সপেক্টর শফিকুর রহমান, সাতক্ষীরা জেলা ক্যাবের সদস্য সালাউদ্দীন রানা, গয়ড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাজার ইজাদার শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, 'গয়ড়া বাজারে মেসার্স সাদিয়া স্টোরের মালিক বদিয়ার রহমানকে শিশু বুটে রং মেশানো, মেয়াদ উত্তীর্ণ পাউরুটি, টোর্স, ঢাকা বাংলাদেশের প্যারা সন্দেশ, কেক, তার ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা ও ৪৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে পুকুরে পানিতে ফেলে পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে।'
তিনি আরো বলেন, 'পহেলা আগস্ট থেকে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।'
প্যাকেজিং এর মাধ্যমে সয়াবিন ও পাম তেল কেনার জন্য ক্রেতাগনদের পরামর্শ দেন তিনি।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সম্পর্কে জানার জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]