দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মহিলা প্রতারককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কাজীরহাট বাজারে প্রতারক মিতা আকতার (৩০) কে প্রতারনার অভিযোগে আটক করা হয়। সে তালা উপজেলার মহল্লা পাড়ার মৃত: মীর আব্দুল ফিরোজের কণ্যা।
প্রতারক দীর্ঘদিন যাবৎ কাজীরহাট এলাকায় প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পে সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামক ভূয়া এনজিও'র নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। বিষয়ি ভূক্তভোগীরা জানতে পেরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রতারকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা বিজ্ঞাপন প্রকাশ করে ক্রেতা সাধারনকে প্রতারিত করার অপরাধে মিতা আকতারকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় সহায়ত করেন বেঞ্চ সহকারি হিসাবে আ. মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]