সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ বান্ধব ও নিরাপদ এলপিজি অটো পেট্রোলিয়াম গ্যাসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ফেব্রুয়ারী) সকালে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুরে ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশ্বে ওই এলপিজি অটো গ্যাসের পাম্প উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
পাম্পের পরিচালক চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন,
সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নগরঘাটার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), অধ্যাপক এমএ কালাম, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব সাঈদ আলী গাজী, সোহেল রানা, আফজাল হোসেন হাবিল, বাংলাদেশ প্রেস ক্লাব এর কলারোয়া শাখার সভাপতি সরদার জিল্লুর, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক
শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সম্পাদক সেলিম খান, সহ.সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলামিন গাজী ও গণমাধ্যমকর্মী সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন-কলারোয়াতে কাব্য অটো এলপিজি গ্যাসের পাম্প স্থাপনের ফলে কলারোয়া সহ জেলার বেশির ভাগ এলপিজি চালিত অটোরিকশা চালক থেকে শুরু করে
ভ্যান কার্ভাডসহ সকল যানবহনের জন্য সাশ্রয়ী হবে তিনি প্রত্যয়শা করেন ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]