সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে।
ফলাফলে কলারোয়া উপজেলার বেশির ভাগ স্কুলে জিপিএ-৫ ও পাসের হার বৃদ্ধি পেয়েছে।
তবে গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় আশানুরুপ ভাল ফলাফল করেছে।
এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে নেই কোন হতাশা ও চরম অসন্তোষ। খুশি হয়েছেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
উপজেলার একাধিক স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর স্কুলে ভাল পড়া লেখার কারনে ফলাফল ভাল হয়েছে।
এ বছর কলারোয়া উপজেলার ৪৮টি হাইস্কুলের মধ্যে যেসব স্কুল গুলো ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করেছে তাদের মধ্যে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল ৭৭ জন ছাত্র/ছাত্রী এ-প্লাস পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান। ৩৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল, ৩১ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫পেয়ে ৩য় স্থান অধিকার করেছে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।২১ জন ছাত্র/ছাত্রী এ-প্লাস পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছে ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে কলারোয়া সরকারী জি কেএমকে পাইলট হাই-স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, স্কুলের ভলো ফলাফলে শিক্ষকদের কঠোর প্ররিশ্রম এবং শিক্ষার্থী অধ্যবসায় ও অবিভাবকদের সহযোগিতার কারনে এই ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতেও আমরা উপজেলার শীর্ষ স্থান ধরে রাখব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কলারোয়া উপজেলায় এ বছর এসএসসিতে পরীক্ষায় ৪৮টি হাই-স্কুলের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কলারোয়া সরকারী জি.কে.এম.কে মডেল পাইলট হাইস্কুলর জেনারেল শাখা থেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]