আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্র সচিব ভেন্যু প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, আইসিটি অফিসার মোতাহার হোসেন, হল সুপার প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মো.আনারুল ইসলাম, মহসিন কবির, আবুবকর ছিদ্দীক, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান, মো. তজিবুর রহমান প্রমুখ। কর্মশালায় অতিথিবৃন্দ আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কক্ষ পরিদর্শকসহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সেই সাথে পরীক্ষা পরিচালনার বিধিবিধান সঠিকভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]