কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে কেন্দ্র সচিবের কক্ষে কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, হল সুপার প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুষ্ঠিত ইংরেজী ২য় পত্রের পরীক্ষা ভাল হয়েছে বলে পরীক্ষার্থীরা জানান। আগামী ২১ এপ্রিল সোমবার অংক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]