গতকাল সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সারাদেশের ন্যায় গতকাল ৩০এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮২জন। উপজেলার মোট ৬ টি কেন্দ্র থেকে ৩১৭৮জন এস এস সি পরীক্ষার্থী অংশ গ্ৰহন করার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ৩০৯৬ জন।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে অনুপস্থিত এস এস সি ১১ জন ও ভোকেশনাল ৭ জন। কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল কেন্দ্র থেকে ১১ জন, সোনা বাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন, খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জন।এবং কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে (দাখিল)৪২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান জানান- ৬টি কএন্দ্র সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন এ বছর ছেলে তুলনায় মেয়ে অনুপস্থিত বেশি।এ কারন হিসেবে তিনি বাল্যবিবাহকে দুষলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]