কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে নকল, ভেজাল, রেজিস্ট্রিশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক বিক্রয় প্রতিরোধ বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ প্রশাসন সাতক্ষীরা জেলার আয়োজনে এবং কলারোয়া উপজেলা বিসিডিএস এর সার্বিক সহযোগিতায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় কলারোয়া উপজেলা বিসিডিএস এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সচেতনতা মূলক সভায় বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলার ঔষধ তত্ববধায়ক আবু হানিফ। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা বিসিডিএস এর সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান, বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী আরশাফ হোসেন, কলারোয়া উপজেলা ফারিয়ার সভাপতি সাংবাদিক মোজাফ্ফর হোসেন পলাশ, ফারিয়ার সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান, গ্রাম ডাক্তার সেলিমুজ্জামান সেলিম প্রমুখ। নেতারা সর্বশেষে বলেন সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকল কেমিস্ট ভাইদেরকে সহযোগিতা করার আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ঠ ব্যবসায়ী এস, এম জাকির হোসেন।
ছবি আছে,,,,,
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]