কলারোয়ায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে 'কথায় ও কবিতায় স্বাধীনতা' শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে 'কথায় ও কবিতায় স্বাধীনতা' শীর্ষক আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
কলারোয়া সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি জিএম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মুরাদ হাসানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে সাহিত্য ও সংস্কৃতির উপর আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, আরবী প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, শিক্ষক আব্দুল ওহাব মামুন, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।
এসময় কলারোয়ার বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিকগণ স্ব-রচিত কবিতা, স্বাধীনতা ভিত্তিক কবিতা পাঠ ও গান পরিবেশন করেন এবং সাহিত্য বিষয়ে আলোচনা করেন।
বক্তাগণ আশা ব্যক্ত করেন, আগামিতে কলারোয়া সংস্কৃতি বিকাশ কেন্দ্র চারণকবি ও সাহিত্যিকদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।
পরে ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]