কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করলো শ্যামনগর ফুটবল একাডেমি। শনিবার (২৫ অক্টোবর) কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-১ গোলে ধুলিহর সুপারস্টার যুব সংঘকে হারিয়ে এ শিরোপা নিশ্চিত করে শ্যামনগর ফুটবল একাডেমি।
বিপুল দর্শক পরিপূর্ণ এ খেলায় অনুপম ক্রীড়াশৈলী প্রদর্শন করে প্রথমার্ধ্বেের শুরুতে শ্যামনগর পর পর দুটি গোল করে এগিয়ে যায়। এরপর ধুলিহর একটি গোল পরিশোধ করলে শ্যামনগর ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন শ্যামনগরের বাপ্পি। উদীয়মান খেলোয়াড় উজ্জল, সেরা গোলদাতা আমির আলী ও টুর্নামেন্ট সেরা হয়েছেন বাদশা। খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]