কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের (টেকব ২য় পর্যায়ে) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস। এ সময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার পুলক কুমার সিকদার, টেকব প্রকল্পের প্রধান প্রশিক্ষক তাইজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরর কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।সর্বপ্রথমে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গাওমুল আজম ও গীতা পাঠ করেন শ্যামলী রানী। উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ(টেকব ২য় পর্যায়)শীর্ষক প্রল্পের আওতায় দুই মাস মেয়াদী“কম্পিউটার ও নেটওয়ার্কিং”বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে ১৮-৩৫ বছর বয়সী কর্ম-প্রত্যাশী যুবদের কর্মসংস্থানের নিমিত্তে ৪০ জন যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]