কলারোয়ায় কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টায় বের হওয়া বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, ইলেকট্রিশিয়ান শ্রমিক, রিকশা-ভ্যান চালক শ্রমিক, কৃষি, হোটেল ও পরিবহনসহ নানা ট্রেডভুক্ত শ্রমিক সংগঠন ও ইউনিয়ন।
র্যালি শেষে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান।
সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মতিউর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদকের পরিচালক ডক্টর খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাবু, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম, উপজেলা নির্মাণ ট্রেডের সহ-সভাপতি ইসরাফিল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি আবু সুলাইমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মশিউর রহমান, কৃষি ট্রেডের সভাপতি ইলিয়াস কবির প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]