করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন কলারোয়া পৌরসভা ও বাজার কমিটির প্রতিনিধিরা।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে কলারোয়া বাজারে পায়ে হেঁটে হ্যান্ডমাইকে জনসচেতনামূলক প্রচারণা চালান তারা।
সেসময় তারা বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৫ টার পরে কোন দোকানপাট যেন খোলা না থাকে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে আসলে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আগামি ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালনে জরুরী সেবা ব্যতীত সকল প্রকার দোকানপাট, যানবাহন, অফিস-আদালত বন্ধ রাখতে হবে।'
প্রচারণাকালে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পৌর কাউন্সিলর শফিউল আজম, বাজার কমিটির সহ-সভাপতি আশফাকুর রহমান সোহেল প্রমুখ।
নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদেরকে সকল প্রকার নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]