কলারোয়ায় কামারালী কৃষক মাঠ দিবস ও কারিগরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে যুগিখালী ইউনিয়নের কামারালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'কৃষিই সমৃদ্ধি- এই শ্লোগানকে সামনে রেখে '২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি সরিষা -১৪ প্রদর্শণীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান।
কৃষিবিদ ডঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষিবিদ এ,এইচ,এম জাহাঙ্গীর আলম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, ইউপি সদস্য ডাব্লুর রহমান, উপসহকারী কৃষি অফিসার তুষার কান্তি, উপ সহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন সহ প্রান্তিক কৃষকবৃন্দ ও সূধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]