কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ভাদড়াকে হারিয়ে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার বিকেলে স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বোয়ালিয়া স্পোটিং ক্লাব আয়োজিত প্রথম অধ্যায়ের খেলায় গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে খেলার ৩মিনিটে ভাদড়ার ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সাহেদ একটি গোল করে দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশের ৬০নং জার্সি পরিহিত খেলোয়াড় ফিরোজ একটি গোল করে খেলায় সমতা ফেরান।
রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে আসাদুল এন্টারপ্রাইজ বোয়ালিয়া।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ভাদড়ার গোলকিপার টুটুল।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও আনোয়ার হোসেেন।
ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও আবুল বাশার।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]