বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় প্রস্তুতি সভা করেছে উপজেলা কৃষক দল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন ও যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন।
প্রধান বক্তা ছিলেন কলারোয়া উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক এমপি চেয়ারম্যান আশরাফ হোসেন।
সবার সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি এসময় উপজেলা সকল ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবাই জানানো হয় আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি যমুনা নদীর চর শিবালয়ে কৃষকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে উপজেলা কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
কলারোয়ায় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন সবুর সানা
সাতক্ষীরার কলারোয়ায় সবুর সানাকে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় কলারোয়ায় কৃষক দলকে গতিশীল করার লক্ষ্যে সবুরকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]