নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রামীণ ভাবে কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে নিয়মিত ‘কৃষক দলগঠন’ মিটিং। আর এই কাজটি করে যাচ্ছেন কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে কৃষক আব্দুস সাত্তার সানা। তিনি ২০০৯ সাল থেকে প্রথমে কৃষি কাজ শুরু করেন। তার পরে এই কাজে সাফল্য অর্জন করে গড়ে তোলেন এলাকায় সবজি সামারোহ মাঠ। শুধু তাই নয় একটু একটু করে মৎস্য ঘের, গরু-ছাগলের খামার গড়ে তোলেন এলাকায়। সেই সাথে মেয়ের বিয়ে দেন। সাথে ছেলেটির একটি মুদিখানার দোকান করে দেন। মাঠে চাষকৃত জমি ক্রয় করেন। তাছাড়া কৃষি জমি বন্ধক রাখেন। সব মিলে তিনি এখন স্বাবলম্বী। এর পরে এলাকায় শুরু করেন কৃষক প্রেমিক দলগঠন। সাথে শুরু করেন নিয়মিত কৃষি পরামর্শ মিটিং ও সমাবেশ। সাথে সাথে শুরু করেন এলাকায় সামাজিক ও স্বেচ্ছাশ্রম কাজও। তিনি সম্প্রতি যুগিখালী ইউনিয়নের ওফাপুর মাঠপাড়া মাঝের খাল-দৈর্ঘ:-১৬৮০মি. প্রস্থ:-২৫ ফুট, গভীরতা-৮ ফুট নিজের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খাল পুন:সংস্কার করণ করেছেন। তার নিয়মিত মিটিং ও পরামর্শ পেয়ে এলাকার সাধারণ কৃষকরা শুরু করেছে মাঠের পর মাঠ সবজি চাষ। বর্তমানে যুগিখালী ইউনিয়ন কৃষিতে উর্বর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]