কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষির অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তণ অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বেনজির হোসেন হেলাল, সোহেল রানা, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলী, শেখ জাকির হোসেন, ফারুক হোসেন রাজ, রাজু রায়হান, সোহাগ হোসেন, রাসেল হোসেন, দেলয়ার হোসেন, রাব্বি হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
বক্তারা জমিতে জৈব সার ব্যবহার বৃদ্ধি, বস্তা পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, পলি মালচিং পদ্ধতিতে সবজি চাষ করাসহ অন্যান্য বিষয়ে তুলে ধরেন।
জানা যায়, প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রায়ন। সুনিদিষ্ট উদ্দেশ্য সমূহ হচ্ছে ক্লাইমেট-স্মাট প্রযুক্তি ব্যবহার ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা ১৭০% থেকে ১৭৫% এ উন্নীত করণ, স্থানীয় অভিঘাত সহনশীল টেকসই জাত সম্প্রসারণ ও অভিযোজন কৌশলের মাধ্যমে ফসলের বৈচিত্রায়ন সহ অন্যান্য উদ্দেশ্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]