
"প্রবাসী আয় বৈধ পথে, বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার সাথে " শীর্ষক স্লোগানে বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকাল ১১ টায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(দায়িত্বে),বিকেবি,বিভাগীয় কার্যালয় খুলনা জনাব মোঃ আবু হাশেম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থপক, বিকেবি,খুলনা জনাব শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সাল, সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এস এম এ কাইয়ূম।
এ সময় ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স এর মাধ্যমে লটারী বিজয়ী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনীম কে একটি আকর্ষণীয় বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গ্রাহকদেরকে হুন্ডি(অবৈধভাবে) টাকা পাঠানোকে নিরুৎসাহিত করে বলেন, আপনারা সরকারি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আপনার প্রেরিত টাকার ওপরে আড়াই শতাংশ প্রণোদনা পাবেন, পাশাপাশি আপনাদের টাকাটি নিরাপদে আপনার আপনজনের কাছে কৃষি ব্যাংক পৌঁছে দিবে।
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও রেমিট্যান্স গ্রহীতা ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিকেবি কলারোয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জালাল উদ্দীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]