কলারোয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের অগ্রগতি পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।
শনিবার দুপুরের দিকে আকস্মিক ভাবেই তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের খোঁজখবর নেন তিনি।
সেসময়ে তার সাথে ছিলেন কলারোয়ার ইউএইচ এন্ড এফপিও ডা. জিয়াউর রহমান সহ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও বিভিন্ন কর্মকর্তাগন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশ্য বলেন- 'আপনারা এই ভ্যাকসিন গ্রহনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও পেপার পত্রিকা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বেশী বেশী উৎসাহিত করেন।'
শনিবার ভ্যাকসিন প্রদানের সপ্তম দিনে এ পর্যন্ত ২৯৮ জন পুরুষ ও ১৫৯ জন নারী নিবন্ধিত হয়ে ভ্যাকসিন গ্রহন করেছেন।
গত ৭ ফেব্রুয়ারী এই করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করেন তালা-কলারোয়ার সাংসদ এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এদিকে, সিভিল সার্জন ডা.হুসাইন শাফায়াত কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সেসময় উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সিএইচসিপি'রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]