নিজস্ব প্রতিবেদক: বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ত্ব করেন কলারোয়া উপজেলা সংগঠনের সভাপতি তহমিনা পারভীন লিলি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ ব) এর গ অঞ্চল খুলনার ডিরেক্টর এবং ডুমুরিয়া মহিলা কলেজে অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাশ, সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া,কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ বার্ষিক রিপোর্ট পেশ করেন, ও এছাড়া ২০২৩,২৪ অর্থবছরের সম্পূরক বাজেট, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া এবং সদস্যদের উন্মুক্ত আলোচনা করে অনুমোদীত হয়।
কালব্ এর "গ"- অঞ্চল খুলনা ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সদস্য সংখ্যা বৃদ্ধির আহবান জানান। এবং সকল সদস্যদের মধ্যে শেয়ারের লভ্যংশ বন্ঠনের অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মোঃ শাহজান আলী, গীতা পাঠ করেন শিক্ষক উত্তম কুমার পাল।
আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সহ সভাপতি উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ রামাকান্ত সরকার, সদস্য শেখ হুমায়ন রেজা উপজেলা ম্যানেজার দেবপ্রসাদ রায়, অফিস সহায়ক মোঃ জাকির হোসেন সহ সাধারণ সদস্য সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, মিজানুর রহমান, মোঃ সাদিকুল ইসলাম, শিক্ষক আমজাদ হোসেন, হোসনেয়ারা পারভীন।
মৃত্তিকা দাস, আবু সাইদ, মহিউদ্দিন সাদিক, খলিলুর রহমান সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সদস্যদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। কালব "গ" অঞ্চল খুলনার ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সম্পাত্তি ঘোষণা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]