দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২৩জন ক্যান্সারসহ জঠিল রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১১ লাখ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক শেখ জাকির হোসেন, কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, মুজাহিদুল ইসলাম, জুলফিকার আলী, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন দফাদার, রফিকুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার হাফিজুর রহমান, পবিত্র সাহা, এমপির পিএস আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, বরুন কুমার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, সমাজসেবা অফিস কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও উপকারভোগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]