দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস সহ বিভিন্ন জঠিলরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রেগীদের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার(২৭ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫ জন রোগী ও রোগীর পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেকের মাধ্যমে অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফিল্ড সুপারভাইজার(অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ সহ সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২য় ও ৩ য় পর্যায়ে উপজেলায় ক্যান্সার সহ জঠিলরোগে আক্রান্ত ১৫ ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত: উপকারভোগী রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রাপ্ত হয়ে মানবতার প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]