দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার( ২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার সেকেন্ড অফিসার এসআই নুরু ইসলাম, কৃষি গবেষক ড. শিমুল মন্ডল, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, কৃষি কর্মকর্তা হিমাং মজুমদার, কৃষি উপ সহকারী আবির হোসেন, কৃষি উপ সহকারী ভগিরত মন্ডল, সফল কৃষক আতিয়ার রহমান, কৃষক আশরাফ হোসেন, কৃষক আলমগীর হোসেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার পরিচালনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, পিআইও রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, সোহেল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব, ফায়ার সার্ভিস স্টেষন লিডার হুমায়ুন কবির,সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ। উল্লেখ্য, কর্মশালায় ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে কৃষিতে জলবায়ু পরিবর্তনে অভিযোজন কৌশল অবলম্বনে ফসল উৎপাদন বৃদ্ধি সহ সফল কৃষকদের মিশ্র চাষ ও বিভিন্ন পদ্ধতি অবলম্বনে সবজি চাষ প্রকল্প প্রদর্শন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]