কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আল আমিন ট্রাস্ট উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৮ জানুয়ারি) সকাল ১০টায় পৌর সদরের শিশু ল্যাবরেটরির স্কুলের হল রুমে অসহায় ও গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এই সময়ে আরও উপস্থিত ছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাঃ ওসমান গনি, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌরসভার জামায়াত নেতা প্রভাষক ইউনুস আলী বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]