কলারোয়ায় এক ইউপি সদস্যর বাড়ীতে দূর্বত্তরা ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে।
প্রতিবেশিরা জানান- রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে ইউপি সদস্য মোস্তফা কামালকে খবর দেন। ওই সময় উপস্থিত এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রন করেন। এসময় ইউপি সদস্যর কাঠের ঘর ও আমগাছ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন-পাশ্ববর্তী এলাকার এক নারীর সাথে তাদের শত্রæতা রয়েছে। হয়তো সেই নারী তাদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন-অল্পের জন্য গোয়াল ঘরে থাকা গরু গুলো বেঁচে গেছে। আগুন লেগে তার আমগাছ, জ্বালানী কাঠ ও গোবর নুড়ি পড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন-তিনি খবর পেয়ে ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে যান। ঘটনার বিষয়ে খোজ খোবর নেন। এদিকে ঘরে আগুন দেয়ার বিষয়ে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]